পিরোজপুর পোষ্ট : অভিনেত্রী অপু বিশ্বাস।২০০৮ সালে নায়ক শাকিব খানকে বিয়ে করার পর দীর্ঘ আট বছর গোপনে সংসার হয় । কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। দীর্ঘ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে হয় বিবাহবিচ্ছেদ । অপু বিশ্বাস এখন সিঙ্গেল মাদার।
অপু ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা। তারই প্রেক্ষিতে অপু ভবিষ্যৎ জানান তার আগামী দিনের পরিকল্পনা। তিনি বলেন-প্রফেশনাল ও ব্যক্তিগত দুটি জীবনকে প্রাধান্য দিচ্ছি। ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে।
তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। এজন্য অনেকটা সময় অপেক্ষা করতে হবে। কারণ আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই।বিয়ের বিষয়ে সরাসরি জানতে চাইলে তিনি জানান- ‘এটা নিয়ে আমার পরিবার ভাবছেন। বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’