1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বিদ্যালয়ের ফ্যান ভেঙ্গে নাজিরপুরে ২ শিক্ষার্থী আহত | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

বিদ্যালয়ের ফ্যান ভেঙ্গে নাজিরপুরে ২ শিক্ষার্থী আহত

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪৪ জন সংবাদটি দেখেছেন

নাজিরপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের ফ্যান ভেঙ্গে পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৪৫ নং দক্ষিণ হোগলাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান ভেঙে পড়ায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী তাসনিয়া আফরোজা জুঁই (১১) ও সুবর্না আক্তার (১১) গুরুতর আহত হয়। গুরুতর আহত শিক্ষার্থীদেও নাজিরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাসনিয়া আফরোজ স্থানীয় হোগলাবুনিয়া গ্রামের শফিকুল ইসলামের এবং সুবর্না আক্তার একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
আহত ছাত্রী তাননিয়া আক্তার জানায়, বুধবার সকালে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জসিম উদ্দিন কক্ষে বসে পঞ্চম শ্রেণীর সমাপনি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং করছিলো। হঠাৎ শ্রেণী কক্ষের একটি চলন্ত বৈদ্যুতিক পাখা ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে পাশে থাকা সুবর্না আক্তারও গুরুতর আহত হয়। পাঠদানে থাকা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু মজুমদার জানান, শিক্ষার্থীদের গনিতের কোচিং কাস চলাকালীন বৈদ্যুতিক পাখার রড ভেঙ্গে ২ শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ঘটনা শুনে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই কাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তাকে বশির উদ্দিনকে সেখানে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x