1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বাবার সংগঠনের হাল ধরলেন ছেলে : রাজনীতিতে পরশ | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

বাবার সংগঠনের হাল ধরলেন ছেলে : রাজনীতিতে পরশ

  • শেষ হালনাগাদ : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৬৮২ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট : বাবা শেখ ফজলুল হক মনির হাতের গড়া সংগঠন আওয়ামী যুবলীগের হাল ধরলেন বড় ছেলে শেখ ফজলে শামস পরশ। মূলত ফুফু শেখ হাসিনার কথাতেই রাজনীতিতে সক্রিয় হলেন তিনি।চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ফলে তার দ্বিতীয় বিপ্লব কর্মসূচি সম্পন্ন হয়নি। বর্তমানে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কর্মসূচিকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের একটি কর্মসূচি হিসেবে নিয়েছেন। তিনি এও অঙ্গীকার করেছেন চেয়ারম্যান হিসেবে নয়, একজন একনিষ্ট কর্মী হিসেবে বাবার সংগঠনটিতে নিবেদিত প্রাণ হয়ে জনকল্যাণের কাজ করে যাবেন। শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন ৭ম জাতীয় কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন।

বাবার সংগঠনের হাল ধরে শনিবারই প্রথম অনুভূতির প্রকাশ করে শেখ পরশ বলেন, ছোটবেলায় হারিয়েছি মা-বাবা এবং অন্যান্য স্বজন। আমাদের দুঃখ শুধু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা অনুধাবন করতে পারেন। তাই আমি রাজনীতি থেকে অনেক দূরে ছিলাম। কারণ যে ব্যক্তি জাতির জন্য এতো ত্যাগ স্বীকার করেছে, তাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো,  সে ঘটনায় আশাহত হই। এটাই স্বাভাবিক। এখন বঙ্গবন্ধু কন্যার দেশের প্রতি উদার ভালবাসা দেখে আমি সাহস পাই। আমি বলতে চাই, আমার ওপরে যে দায়িত্ব দেয়া হয়েছে, সম্পূর্ণ সততার সঙ্গে পালন করবো। আজকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের একটি কর্মসূচি হিসেবে দেখি। যুবলীগের সকল কর্মীদের একটাই দায়িত্ব সম্পূর্ণ উদ্দীপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি সফল করা। দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থাশীল। তারা দেখেছেন গত কয়েক বছরের কিভাবে দেশকে আর্থ-সামাজিকভাবে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা এও দেখছেন কিভাবে এদেশের জন্য অক্লান্ত পরিশ্রম কর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তাই আমাদের দায়িত্ব- আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই বিশ্বাসের বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারি। আমার প্রচেষ্টা থাকবে যুব সমাজ যেন ‘আই হেটস পলিটিক্স’ কালচার থেকে বেরিয়ে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান তুলে দেশের কাজে নিজেদের নিয়োজিত করবে সেই পরিবেশ সৃষ্টি করা। আমাদের একটাই পরিচয় আমরা বঙ্গবন্ধু কন্যার সাধারণ কর্মী। এদিকে তাকে যুবলীগের সভাপতি নির্বাচিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন বাগেরহাটের ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x