পিরোজপুর পোষ্ট ডেক্স : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও চমৎকার পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন কালে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, সারা দেশে প্রতি বছর পূজাম-পের সংখ্য বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ এখন নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারছে। বাংলাদেশের জনগণ শান্তিপ্রিয়। ধর্ম,বর্ণ নির্বশেষে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করে থাকেন।
এসময় মন্ত্রী শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রতিটি মন্ডপে পুলিশ, র্যাব এবং সরকারের বিভিন্ন সংস্থার গোয়েন্দারা নিরাপত্তা নিশ্চিত করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। এ কারণে সারা দেশে একটি চমৎকার পরিবেশ বিরাজ করছে।