1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১৬ অপরাহ্ন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ

  • শেষ হালনাগাদ : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৮৭ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদসমূহে নিয়োগ দেয়া হবে। একটি পদে ৪৭ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীই পদটিতে আবেদন করতে পারবেন। আগামী ২২ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম : সহকারি এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর

পদ সংখ্যা : ৪৭ টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা : স্নাতক ডিগ্রি।

বেতন : ২৬,১০০ টাকা।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x