নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে । আর তা নিশ্চিত হয়েছে আমাদের দেশের সংবিধানের মাধ্যমে। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে আজ প্রশংসিত । বর্তমান সরকার ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আজ বাংলাদেশের মানুষ যে যার ধর্ম পালন করছে । দেবী দুর্গা সকল অসুর ও অশুভ শক্তির বিনাশকারী । তদ্রুপ বাংলাদেশ পুলিশ সকল খারাপ ও অশুভ শক্তিকে পরাস্থ করে সামনের দিকে এগিয়ে চলছে সগৌরবে। দুর্গাপুজোকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করার লক্ষ্যে পুলিশবাহিনী অঙ্গিকারবদ্ধ । দুর্গাপুজো দেখতে শুধু যে সনাতন ধর্মালম্বীরা আসেন তা নয় অন্যান্য ধর্মালম্বীরাও আসেন । এর ফলে দুর্গাপূজা আজ সার্বজনীন দুর্গাৎসবে পরিনত হয়েছে। সোমবার রাতে পিরোজপুরের বিভিন্ন মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম ।এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর ) কাজী শাহনেওয়াজ , পিরোজপুর জেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম.তানভীর আহমেদ,পিরোজপুর পুজা উদাযপনের সভাপতি বিমল মন্ডল,বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সুনীল চক্রবর্ত্তী, পালপাড়া পুজামন্ডপের সভাপতি সদানন্দ গাইন প্রমুখ ।