নিজস্ব প্রতিনিধি : বঙ্গোপসাগরে দুটি ট্রলার ডুবে পিরোজপুরের ৭ জেলে নিখোঁজ। পটুয়াখালী জেলার কুয়াকাটার পূর্বপাশে বঙ্গোপসাগরে মাছ ধরতে দুটি ট্রলারে ১৯ জন জেলে গিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে দুটি ট্রলার বৈরী আবহাওয়ার কারনে ডুবে যায়। অন্য একটি ট্রলারে ১২ জনকে উদ্ধার করা হলেও ৭ জন জেলে আর খুঁজে পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলার দুটি হলো এফবি আল সত্তার এর মালিক পিরোজপুরের পাড়েরহাটের ইকবাল হোসেন এবং এফবি পূর্ণিমা এর মালিক কাউখালী উপজেলার নিমাই দাস। বিষয়টি আজ রাতে নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা ট্রলার মালিক সমিতির নেতা আবু সাফায়েত।