গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ’৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তিরা জাতীর পিতাকে হত্যা করেছিলো। আর এ হত্যার প্রধান কারন ছিলো আর্ন্তজাতিক চক্র। জিয়াউর রহমান ১৯৭৯ সলের ৬ এপ্রিল অবৈধভাবে ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয় সে জন্য আইন করেছিলেন। আর আল্লাহর কি নির্মম বিচার তিনিও (জিয়াউর রহমান) ঘাতকের হাতে নিহত হন। প্রধানমন্ত্রী ও তার পরিবার কোন দুর্নীতি করেন না। তিনি দুর্নীতিকে জিরো টলারেন্স করেন। তার পরিবার কখনো কোন অবৈধ তদবির করেন না। খালেদা জিয়া ও তার পরিবার দুর্নীতির দায় আজ দন্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন। বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, কোন রকম গ্রুপিং করবেন না। আমাকে নিয়ে কারো স্লোগান দিতে হবে না। দলের স্লোগান দিবেন। তবেই হবে সংগঠন মজবুত। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সংগঠন করতে কারো তেল মাখবেন না।
শনিবার বিকালে নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগ উদ্যোগে ওই ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সাইফুদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই শোক সভা’র আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান খান তালুকদার, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামীলীগ সহসাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউল আহসান গাজী , জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, যুবলীগের কেন্দ্রীয় নেতা মো. আক্তারুজ্জামান ফুলু ঢাকা দক্ষিনের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সাইফ, পিরোজপুর সদর উপজেরা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. অলিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার রুনা, নাজিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আব্দুস সালাম প্রমুখ।