নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন সাম্প্রদায়িক শক্তির ঠাই নাই । মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সোনার বাংলা পেয়েছি সেখানে হিন্দু,মুসলিমসহ সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু ডাকে সাম্প্রদায়িক দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তরিত হয়েছে । জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত । বাংলাদেশে আজ সকল ধর্মের মানুষ যে যার ধর্ম পালন করছে । দুর্গাপূজা আনুষ্ঠানিকতার দিক থেকে হিন্দুদের উৎসব হলেও আজ তা সার্বজনীন দুর্গাৎসবে রূপ নিয়েছে। সকল বাঙালীর অংশগ্রহনে দুর্গাৎসব আজ সকল বাঙালীর উৎসবে পরিনত হয়েছে। রবিবার পিরোজপুরের স্বরূপকাঠী ও কাউখালী উপজেলার সনাতন হিন্দু ধর্মালম্বিদের শারদীয় দুর্গা পূজার পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন ।
তার সাথে ছিলেন এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহ নেওয়াজ, স্বরূপকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক,স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) রিয়াজ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাঙ্ক রঞ্জন সমদ্দার, সম্পাদক তাপস মন্ডল প্রমুখ।
পুলিশ সুপার উপজেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করে পূজাসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা করতে থানা পুলিশকে কঠোর নির্দেশ দেন । একই সাথে থানায় আসা জনগনকে সেবা দিতে কোন প্রকার গাফিলতি, অর্থ লেনদেন, দুর্ব্যাবহার বা সেবা প্রদানে অস্বীকৃতি করা হলে পুলিশ সুপারকে অবহিত করার আহ্বান সম্বলিত একটি ব্যানার নেছারাবাদ (স্বরূপকাঠী) ও কাউখালী থানার মূল গেটে টানিয়ে দেন।