স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নের লক্ষে অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাষ্ট্রপতি কার্যালয়ের যুগ্ম সচিব মো. শাহাবুদ্দিন খান,বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভুমি) মো. মেহেদি হাসান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. জাহিদ হোসেন। এতে আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর,উত্তম কুমার মিস্ত্রী,প্রভাষক আবুল কালাম আজাদ,অভিভাবক সাফিয়া খাতুন ও আব্দুর রহিম প্রমুখ।