নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি প্রয়াত শেখ মোঃ আবুয়াল হোসেন আবু এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার আসর নামাজ বাদ সদর উপজেলার পাঁচপাড়া বাজারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সিকদারমল্লিক ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল প্রমুখ।
বিএনপি’র রাজনীতিতে আবুয়াল হোসেন এর অবদানের কথা তুলে ধরেন আলোচনা সভায় অংশ নেওয়া বিএনপি’র নেতৃবৃন্দ। এরপর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ২১ নভেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যান আবুয়াল হোসেন।