প্রিয় তারকার দেখা পেতে ৬০ লাখ রূপি গেল ভক্তের । তবে টাকাটা তারকা নেয়নি নিয়েছে এক প্রতারক প্রতারণার মাধ্যমে ।ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাজল আগরওয়ালের এক ভক্তের সঙ্গে।ভারতের গনমাধ্যম ডিএনএ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ুর বাসিন্দা ওই ভক্ত কাজল আগরওয়ালের সঙ্গে দেখা করতে প্রায় ৬০ লাখ রুপি গচ্ছা দিয়েছেন। অনলাইনে একটি ওয়েবসাইটে কাজলের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি পান ওই ভক্ত। তিন দফায় প্রায় ৬০ লাখ রুপিসহ ব্যক্তিগত তথ্য ওই ওয়েবসাইটে জমাও দেন। কিন্তু প্রায় মাস খানেক কেটে গেলে তিনি বুঝতে পারেন প্রতারকের খপ্পরে পড়েছেন। এরপর হতাশায় ঘর ছেড়ে পালিয়ে যান। এরপর পুলিশ তাকে কলকাতা থেকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের পর শ্রাবানাকুমার নামের এক প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করে ওই ভক্ত। পরবর্তী সময়ে পুলিশ ওই প্রযোজককে প্রতারণা মামলায় গ্রেপ্তার করে।