নিজস্ব প্রতিনিধি : প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো পিরোজপুরের হাউজি খেলা। পিরোজপুরের বাজার রোডের মার্কেটে প্রায় ৪ বছর ধরে এ হাউজি খেলা চলে আসছিল। পিরোজপুরের খেলাধুলার উন্নয়নে তহবিল সংগ্রহের নামে জেলা ক্রীড়া সংস্থা সপ্তাহে দুই দিন করে হাউজি খেলা চালিয়ে আসছিল। জেলা প্রশাসন থেকে একটি অনুমতি নিয়ে বছরের পর বছর এ হাউজি খেলা চালিয়ে আসছে জেলা ক্রীড়া সংস্থা। গত কয়েকদিনে ঢাকার বিভিন্ন ক্লাবে আইন শৃংখলা বাহিনীর লাগাতার অভিযান শুরু হলে শুক্রবার রাতে পিরোজপুরের হাউজি খেলা বন্ধ করে দেয় পিরোজপুরের গোয়েন্দা পুলিশ । যদিও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকিবের দাবী ঢাকার অভিযানের কারণে বর্তমানে হাউজি খেলা বন্ধ করে দিয়েছে । আর অনুমতি নিয়েই হাউজি খেলা চালিয়েছে এতোদিন । যদিও এ বিষয়ে পিরোজপুরের গোয়েন্দা পুলিশের কেউ সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি ।
জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থা বাগেরহাটের কালাম মোল্লা নামে এক জুয়া চালানোর লোককে চুক্তিতে হাউজি চালাতে দেয়। এদিকে, ঢাকার বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে ক্যাসিনো, জুয়া খেলা সরঞ্জাম, বিপুল পরিমান অর্থ ও মাদক, অস্ত্র উদ্ধার করার পরে পিরোজপুরের বিভিন্ন ক্লাবগুলোতেও জুয়া খেলা বন্ধ হয়ে গেছে। পিরোজপুর শহরে অবস্থিত ক্রীড়া সংশ্লিষ্ট কয়েকটি ক্লাবসহ আরও দু’একটি ক্লাবে রাতের বেলা কাচ্চু, ফ্লাসসহ বিভিন্ন তাস জাতীয় খেলার জুয়া চলতো।