1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
প্রধানমন্ত্রী খেলা-ধুলার প্রতি খুবই আন্তরিক ------গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী খেলা-ধুলার প্রতি খুবই আন্তরিক ——গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

  • শেষ হালনাগাদ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৯৪ জন সংবাদটি দেখেছেন

এইচ এম লাহেল মাহমুদ, নাজিরপুরঃ
গৃহায় ও গণ পূর্ত মন্ত্রী শ.ম রেজাউল কমির বলেছেন, খেলা ধুলা একটি জাতিকে বিকশিত করে তোলে। বর্তমান সরকার খেলা-ধুলার প্রতি খুবই যত্নবান। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ক্রীড়া অংগনে ঘটেছে ব্যাপক পরিবর্তন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, এ কলেজটিতে আমি লেখা-পড়া করেছি। এ কলেজটি না থাকলে আমার লেখা-পড়া হতো কিনা জানি না। আমি কলেজটির উন্নয়নে সর্বদা কাজ করে যেতে চাই। এ সময় তিনি বলেন, আমি এই নাজিরপুরের সন্তান হিসাবে এখানকার বিএনপি সহ সকলে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছেন। আমি এখানের জন প্রতিনিধি হিসাবে আমরা আ’লীগ-বিএনপি সকলে মিলে-মিশে থাকতে চাই।
গতকাল শুক্রবার মাটিভাঙ্গা উদয়ন কাবের উদ্যোগে মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে ওই কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালামের সভাপতিত্বে কাবের সাধারন সম্পাদক শিবনাথ সাহা ও শামীম হাসান রুনুর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, জেলা পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার প্রমুখ।
এ সময় ওই মাঠে উদয়ন কাবের উদ্যোগে কাবের সভাপতি মো. রেজাউল করিম মিটুলের পৃষ্ঠপোষকতায় দিন ব্যাপী হারিয়ে যাওয়া গ্রাম্য খেলা ৮ দলীয় হাডুডু, লাঠি খেলা ও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থানের টিম অংশ গ্রহন করে। পরে মন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x