নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৯ জন রোগী। এছাড়া আজ পর্যন্ত ভর্তি আছে ৬৬ জন। শুরুর দিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম থাকলেও, বিগত কয়েক দিন ধরে তা বাড়ছে।
গত মাসের ২৫ তারিখ থেকে পিরোজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি শুরু হয়। তবে এ মাসের প্রথম দিক থেকে এ সংখ্যা বাড়তে থাকে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৩৩ জন। তবে এখন পর্যন্ত হাসপাতালে কেউ মারা যায়নি।
তবে ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে, হাসপাতালে এসে যথাযথভাবে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিন ।