গত ২৮ নভেম্বর ২০১৯ ইং বরিশাল থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল বরিশাল ক্রাইম নিউজ-এ ‘মঠবাড়িয়ায় বিদ্যালয়ের অনিয়ম সইতে না পেরে শিক্ষকের আত্মহুতির হুমকি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভীত্তিহীন। উক্ত প্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা বলতে কিছু নাই। কিন্তু কারিগরি শাখার সহকারি শিক্ষক স্বপন কুমার হাওলাদার সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষকের নাম উল্লেখ করে সংবাদটি প্রকাশ করিয়ে বিদ্যালয়ের তথা শিক্ষকদের সামাজিকভাবে সম্মান ক্ষুন্ন করেছেন। উক্ত শিক্ষকগন বিদ্যালয়ে বা বিদ্যালয়ের বাইরে কখনোই স্বপন কুমার হাওলদারকে স্থানীয় প্রভাব, মুঠোফোনে কোন প্রকার চাপ কিংবা গালাগাল করে নাই। স্বপন কুমার হাওলাদার উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রতিনিধিকে ভুল বুঝিয়ে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করিয়েছেন। যাহা খুবই লজ্জ্বাজনক। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকাশ থাকে যে, প্রধান শিক্ষক কখনোই ক্ষমতার অপব্যবহার করে নাই। তাঁর সু-দক্ষ, সুনিপুন পরিচালনায় এবং অন্যান্য শিক্ষকদের সহযোগীতায় এসডিজি এর ৪নং ধারা অক্ষুন্ন রেখে বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে।
মোঃ রুহুল আমিন
প্রধান শিক্ষক
সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়
মঠবাড়িয়া, পিরোজপুর।