জনপ্রিয় পর্ন তারকা মিয়া খলিফা। পর্ন ছবিতে অভিনয় করে বেশি পরিচিতি পেয়েছেন তিনি। তবে এই পেশায় কাজ করে সেভাবে টাকা রোজগার করতে পারেননি। কারণ পারিশ্রমিক ছিল খুবই কম। তাইতো অভিনয় ছেড়েছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মিয়া খলিফা।
সাক্ষাৎকারের কিছু অংশ নিজের টুইটারে শেয়ার করেছেন এই সাবেক পর্ন স্টার। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মিয়া খলিফার কথায়, মানুষের ধারণা পর্ন ছবিতে অভিনয় করে আমি হয়ত অনেক ডলার রোজগার করেছি। তবে এমনটা এক্কেবারেই সত্যি নয়। পর্ন ছবিতে অভিনয় করে আয় হয়েছে মাত্র ১২ হাজার ডলার। পর্ন দুনিয়া ছাড়ার পরও পর্নস্টার হিসাবে নিজের ইমেজ থেকে বেরিয়ে আসা সত্যিই কঠিন ছিল। গত ৫ বছর হল এই দুনিয়া থেকে বের হয়ে আসার পরও সার্চিংয়ে আমার নাম বারবার উঠে আসে। সে কারণেই অনেকের ধারণা হয়ত আমি এখনও পর্ন ছবিতে কাজ করি।