পিরোজপুর পোষ্ট ডেষ্ক : পেঁয়াজ যেন অপ্রতিরোধ্য। কেউ থামাতে পারবে না এর দামের গতি। প্রতিদিনই এর গতি বেড়েই চলেছে সপ্তাহের ব্যবধানে তিন দফায় বেড়েছে দাম । কেজি ১০০ টাকা থেকে এখন দাম ২৫০ টাকায় পৌঁছেছে। এর মধ্যে শেষ তিন দিনেই বেড়েছে ৮০ টাকা। পেঁয়াজের এমন দামে ক্রেতা ও খুচরা বিক্রেতারাও অবাক।ভারত রফতানি বন্ধ করায় গত ২৯ সেপ্টেম্বর থেকেই দেশের পেঁয়াজের বাজার অস্থির। এরপর থেকে দাম বেড়েই চলেছে দফায় দফায়। পেঁয়াজ রফতানি বন্ধ করার খবর সেপ্টেম্বর প্রথমবারের মতো ১০০ টাকায় পৌঁছায় যায় দেশি পেঁয়াজের কেজি। খুচরা পর্যায়ে ভালো মানের দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি বিক্রি হতে থাকে। এরপর বেশি কিছুদিন পেঁয়াজের দাম অনেকটাই স্থির ছিল। ৭০ থেকে ৮০ টাকা কেজিতে নেমে এসেছিল।
ঘূর্ণিঝড় বুলবুলের পর আবারও পেঁয়াজের দাম বেড়ে যায় । ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতি এবং আমদানি করা যাচ্ছে না বলে অজুহাত ব্যবসায়ীদের । তবে এখানেই থেমে থাকেনি পেঁয়াজের দাম বাড়ার প্রবণতা।বুধবার ১৫০ টাকা থেকে এক লাফে ১৭০ টাকা হয় । বৃহস্পতিবার সেই দাম আরও বেড়েছে ২০০ টাকায় পৌঁছে। আর সপ্তাহের শেষ দিন শুক্রবার তা ২৫০ টাকায় পৌঁছায়। এর আগে কখনো দেশের বাজারে এত দামে বিক্রি হয়নি পেঁয়াজ ।
শুক্রবার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, মিশর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা কেজি। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকা কেজি।