নিজস্ব প্রতিনিধি : সরকারি ত্রান তৎপরতার পাশাপাশি নিজ সংসদীয় আসনের মানুষের সাহয্যের জন্য ব্যক্তি পর্যায়ে ত্রান দিচ্ছেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী শ.ম রেজাউল করিম। ইতিমধ্যে পিরোজপুর সদর উপজেলার দুইহাজার মানুষের মাঝে শুকনো খাবার ও পানি পৌছে দিয়েছেন এবং নাজিরপুরে ত্রান তৎপরতার কাজ চালাচ্ছেন। আর তা মানুষের কাছে পৌছে দিচ্ছে পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যার এস এম বায়জিদ হোসেন। শুধু তাই নয় পিরোজপুর জেলার উপজেলাগুলোতে সাইক্লোন ‘বুলবুল’ সম্পর্কে আলাদা আলাদাভাবে খোজ খবর নিচ্ছেন তিনি । খোঁজ খবর নিচ্ছেন পিরোজপুরের স্থানীয় প্রশাসনের কর্ম তৎপরতার । তাছাড়া দলীয় নেতাকর্মীদের সাহায্য প্রত্যাশী মানুষের পাশে এগিয়ে আসার ্আহ্বান জানিয়েছেন ।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম বায়জিদ হোসেন জানান , মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে শুকনো খাবার মানুষের মাঝে দিচ্ছি । তিনি প্রতিমুহূুর্তেই পিরোজপুরের সাইক্লোন ‘বুলবুল’ খোজ খবর নিচ্ছেন ।