নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে পুষ্টি সচেতনতা ও সহায়তা সেবা (এনএএসএস) নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় জেলা পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে পুষ্টি বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সিভিল সার্জন ডা. মো: ফারুক আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল এসডিএফ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো: আহসানুল আলম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক সৌরেন্দ্রনাথ সাহা।
সেমিনারে সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর অথ্যায়নে সিমান্তিক পুষ্টি প্রকল্পের পিরোজপুর সহ ১০ টি জেলার বিভিন্ন কার্য়ক্রম বিষয়ে অবহিত করা হয়। সেমিনারে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট অন্যান্য অফিসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।