পিরোজপুর পোষ্ট ডেক্স : পুলিশের কমিউনিটি ব্যাংকের প্রথম চেয়ারম্যান হলেন বাংলাদেশ পুলিশের প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এই ব্যাংকের মাধ্যমে পুলিশের সব ধরণের আর্থিক কর্মকান্ড সম্পন্ন হবে । বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ব্যাংকটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাযায়, আনুষ্ঠানিক উদ্বোধনের পর মতিঝিল, নারায়ণগঞ্জ, হবিগঞ্জে বুধবার থেকেই ব্যাংকের আর্থিক কার্যক্রম শুরু হয়েছে। এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের বেতন- ভাতা সহ সব ধরনের আর্থিক লেনদেন করা হবে। এ কারণে পুলিশের কাজের পরিধি আরও বিস্তৃত হলো। বাংলাদেশ পুলিশ কর্তৃক ব্যাংকটি পরিচালনা করা হবে। ক্রমান্বয়ে আরও নতুন নতুন শাখা দেশের বিভিন্ন জেলায় উদ্বোধনের পর শীগগিরই চালু করা হবে। পুলিশের সব ধরনের আয়-ব্যয়ও এই ব্যাংকে সংরক্ষণ করা হবে।