নিজস্ব প্রতিবেদক : পুলিশ জনগনের সেবক । তাই জনগনের সেবার এই মহানব্রত পালনে জনগণের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে হবে । থানা হবে জনগনের নির্ভরতার আশ্রয়স্থল। আজ মঙ্গলবার বিকেলে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ কে. এম. তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবির, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম,জলাবাড়ী ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল, ইউপি সদস্য শাহনাজ পারবিন প্রমুখ।
এসময় পুলিশ সুপার আরো বলেন, কেউ যেন থানায় এসে হতাশ হয়ে ফিরে না যায়। কেউ জিডি করতে আসলে জিডি নিতে হবে। মামলা করতে চাইলে তার সমস্যার কথা শুনে সমাধান যদি করা যায় সমাধান করবেন । অন্যাথায় মামলা করতে চাইলে মামলা নিবেন। এ সময় তিনি সন্ত্রাস, মাদক ও জঙ্গি নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে জনগণের প্রতি আহ্বান জানান।ইন্সপেক্টর (তদন্ত) সহিদুল ইসলাম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।