1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের “শূন্য ফেরিওয়ালা” | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৯ অপরাহ্ন

পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের “শূন্য ফেরিওয়ালা”

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯
  • ১০৭৫ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : মোল্লা আজাদ হোসেন  ২৭ তম বিসিএস ক্যাডার পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন । চাকরি সূত্রে দেশের অনেক জায়গায় তার দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ ) কর্মরত আছেন । তবে প্রতিভাবান এ কর্মকর্তা পুলিশের যাপিত জীবনের নিরবচ্ছিন্ন কাজের ফাঁকে; অতীত, বর্তমান আর ভবিষ্যতের কিছু স্মৃতি, বিস্মৃতি, উপলব্ধি আর ভাবাবেগকে মনের মাধুরী মিশিয়ে নিয়ে এর আগে ‘শূন্যে মিলিব তুমি আমি’ শিরোনামে কবিতা লিখলেও এবার তার পরিচিতি পেয়েছে কণ্ঠশিল্পী হিসেবে । ৩০ জুন তার নিজের সুর,কথা ও কণ্ঠে শূন্য ফেরিওয়ালা নামে একটি গান মিউজিক ভিডিও প্রকাশিত হয় । গানটি বাংলাদেশের প্রথিতযশা মিউজিক ভিডিও নির্মাতা লেজার ভিশনের ব্যানারে এবং তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় । গানটি সম্পূর্ণ চিত্রায়িত হয় পিরোজপুরের জেলা সদরের শিকাদার মল্লিক ইউনিয়নে । এর মধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে ।গানটিতে শিল্পী আজাদ হোসেন একটি গ্রামের সহজ সরল ভালবাসা ফুটিয়ে তুলেছেন । প্রেমিকের ভালবাসা না পাওয়ার বেদনা,আক্ষেপ, ভালবাসার ভুল গুলো নিয়ে নিজের আকাঙ্খা প্রকাশ করেছেন । গানটি কম্পজিসন করেছে বাংলাদেশের খ্যাতনামা মিউজিক ডিরেক্টর রূপম ।

গানটি নিয়ে পিরোজপুর পোষ্টের সাথে একান্ত আলাপে শিল্পী আজাদ হোসেন জানান , প্রতিটি মানুষের একান্ত কিছু আক্ষেপ থাকে, অনুভূতি থাকে । আর এ গানটিতে আমি চেষ্টা করেছি আমার অনুভূতি দিয়ে কিছু করার জন্য । জানি না্ কতুটুকু পেড়েছি , শ্রোতাদের ভালো লাগলে সেটাই আমার স্বার্থকতা ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x