নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে। বুধবার জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হতে চাইলে পুলিশে এত বাঁধা দেয়। পরে পুলিশের বাঁধায় মিছিলটি পন্ড হয়ে অফিস কার্যালয় সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পদক শেখ শহিদুল্লাহ শহী, জেলা বিএনপির ১নং সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ নেতৃবৃন্দ।
বক্তারা এ সময়, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সণ খালেদা জিয়ার মুক্তি সহ বুয়েট ছাত্র আবরারের হত্যাকারীদের দ্রুত বিচার করে ফাঁসির দাবি করে বক্তারা।