পিরোজপুর পোষ্ট ডেক্স :পুলিশকে টার্গেট করে হামলা চালাচ্ছে জামায়াত শিবিরের লোকজনই বলে জানয়িছেনে কাউন্টার টেরোরিজিম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনটিরে (সটিটিসি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর সায়ন্সে ল্যাব এলাকায় পুলশিরে ওপর চালানো হামলা প্রসঙ্গে সাংবাদকিদের সাথে তিনি কথা বলনে।
এসময় তিনি আরো বলেন, কয়েক মাসে চার-পাঁচটি ঘটনার বাইরে আগের সব সন্ত্রাসী ঘটনার রহস্য উদঘাটন এবং অধিকাংশ মামলার চার্জশিট হয়েছে। এ ছাড়া কিছু কিছু মামলায় বিচার হয়েছে, কিছু বিচারাধীন রয়েছে। সে কারণে পুলিশের প্রতি তাদের প্রচণ্ড একটা ক্ষোভ আছে। জেএমবি ছিল মূলত জামায়াত-শিবিরের সাবেক নেতাকর্মীদের তৈরি একটি জঙ্গিবাদী সংগঠন। আমরা দেখেছি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বা সাবেক নেতাকর্মীরা জেএমবিতে জড়িত হয়েছে। এমনও কেউ কেউ আছে, ছাত্রশিবিরের নেতা হিসেবে ১৫-১৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সে এই জঙ্গি গোষ্ঠীতে নাম লিখিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। এ রকম কিছু লোককে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।