পিরোজপুর পোষ্ট ডেক্স : শরতের মোহনীয় রূপের সঙ্গে বাতাসে এখন ভেসে বেড়াচ্ছে শারদীয় দূর্গাপূজার আমেজ। কেমন হবে পুজোতে ছেলেদের সাজপোশাক, তা নিয়ে অনেক ছেলেরাই ভেবে থাকে ।ছেলেদের পুজোর সাজ মানেই এখন শুধু পাঞ্জাবি-ধুতি নয়। পাঞ্জাবি-ধুতি ছাড়াও ফতুয়া, টি-শার্ট, শার্টে এখন পুজোর বাহারি ডিজাইন। তবে তাই বলে পাঞ্জাবি-ধুতি আবেদনও ফুরানোর নয়।
গরম আর হালকা শীতের সন্ধিক্ষণে, তাই এ সময় পুজোর পোশাক নির্বাচনে আরামের দিকটাতেও নজর দিতে হবে। সকালে অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতি কাপড়ের পাঞ্জাবি-পাজামা কিংবা ট্রাউজার, ফতুয়া পরতে পারেন। অষ্টমী জাঁকজমকপূর্ণ হয়। তাই অষ্টমীর রাতের অনুষ্ঠানে তসর, বলাকা সিল্ক, অ্যান্ডি সিল্ক, অ্যান্ডি সুতি পাঞ্জাবি মানাবে বেশ।অঞ্জলি সাজে স্নিগ্ধতা ও শুভ্রতার একটা ব্যাপার থাকা উচিত। তাই এ সময় হালকা রঙ ও নকশার পোশাক বেছে নিন। খাদি, ভয়েল, লিলেন কটন পাঞ্জাবি, ফতুয়া এ সময় বেশ মানানসই। দুপুরে বন্ধুবান্ধবের আড্ডায় কিংবা পূজা মন্ডপে ঘোরার সময় টি-শার্ট, শার্ট, ফতুয়া পরতে পারেন। রাতে পাঞ্জাবি, শেরওয়ানি বা ফরমাল ড্রেস বেছে নিন।
আবার পুজোর পাঁচ দিন পাঁচ রকম পোশাকেও সেজে উঠতে পারেন। এ ক্ষেত্রে ষষ্ঠী ও সপ্তমীতে সিম্পল ফতুয়া, জিন্স, শার্ট পরুন। অষ্টমী যেহেতু গর্জিয়াস তাই এ দিনটিতে পরতে পারেন পাজামা-পাঞ্জাবি, সঙ্গে ট্রেডিশনাল লুক আনতে গায়ে রাখতে পারেন উত্তরীয়। নবমীর রাতেও পাঞ্জাবি পরতে পারেন। তবে এদিনটিতে পাজামার বদলে ধুতি কিংবা প্যান্ট পরলে লুক চেঞ্জ হবে। দশমীতে রঙ খেলা হয়। এদিন সাদা-লাল পাঞ্জাবিতে বেশ জমকালো লাগবে। আর রাতের বেলা ফরমাল শার্ট-প্যান্ট, একরঙা পাঞ্জাবির সঙ্গে প্রিন্স কোট পরে বাজিমাত করতে পারেন। ধুতি পরার ইচ্ছা থাকে অনেকের কিন্তু ঝামেলার কারণে পরতে চান না। এ কারণে ফ্যাশন হাউসগুলো এখন এনেছে প্যান্ট ধুতি অর্থাৎ সেলাই করা ধুতি । এতে ধুতি বাঁধার ঝামেলা নেই। ধুতির সঙ্গে মিলিয়ে পরতে পারেন রাজকীয় মোটিফের পাঞ্জাবি।পোশাকের রঙ নির্বাচনে তরুণরা প্রাধান্য দিতে পারেন সাদা, ঘিয়া কিংবা শরতের নীলকে। বয়স্করা ঘিয়া, চাপা সাদা, বাদামি শেডের রঙগুলো বেছে নিতে পারেন। রাতের অনুষ্ঠানে লাল, কালো, সবুজ, চকোলেট, মেরুনের মতো ডার্ক রঙগুলো বেছে নিন। এতে উৎসবের আমেজ ফুটে উঠবে।
ফ্যাশন হাউস ঘুরে দেখা যায়, পাঞ্জাবির গলায় এবার ব্যান্ড কলার, শার্টের কলার ছাড়াও সাদামাটা কাট বেশ চলছে। তরুণদের জন্য পকেটসহ পাঞ্জাবিতে কাঁধের ওপর জুড়ে দেওয়া হয়েছে বেল্ট। কোনো কোনো পাঞ্জাবির কনুই ও কাঁধে কাজ করা হয়েছে। সিøম ফিট পাঞ্জাবিই এখন বেশি ট্রেন্ডি। রাতের অনুষ্ঠান উপযোগী খাদি সিল্ক, তসরের পাঞ্জাবি নজর কাড়বে। সুতির একরঙা, প্রিন্টসহ বিভিন্ন ধরনের প্রিন্স কোট পাওয়া যাচ্ছে এখন।
মডেল : নিরব ইসলাম