1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পুজোতে কলকাতায় আছেন জয়া | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৬ অপরাহ্ন

পুজোতে কলকাতায় আছেন জয়া

  • শেষ হালনাগাদ : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৬৫৫ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট ডেক্স : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কমতি নেই তার উৎসাহের । বর্তমানে তিনি কলকাতায় আছেন । আর পুজোর ছুটি কাটাতে শুটিংও রাখেননি । ওপার বাংলার ভক্তদের সাথে পুজোর আনন্দ ভাগ করে নেবেন জয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন জয়া তার পুজো নিয়ে ভাবনার কথা ।
জয়া আহসান বলেন, ‘আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি।’
জয়া আরো বলেন, ‘অনেকগুলো ঢাকাই শাড়ি নিয়ে কলকাতায় এসেছি। তার মধ্যে মসলিন, তাঁত, সিল্ক রয়েছে। সব উপহার পেয়েছি। সবকটাই পূজার সময় পরব, একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি পরবো, পুজোতে ঘুরবো । বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা। আর আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে’। সম্প্রতি কলকাতায় অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। এছাড়া কলকাতার সৌন্দর্য ঘোষাল পরিচালিত ‘ভূত পরী’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x