নিজস্ব প্রতিনিধি : “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এই স্লোগানে পিরোজেপুরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ৮০নং পালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এবং সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠান হয়।
পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, বিশেষ অতিথি পিরোজপুর পিটিআইর সুপারিনটেনডেন্ট মোল্যা ফরিদ আহম্মেদ, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অরিফুল ইসলাম, মোঃ আতাউর রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর গাজী মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
শেষে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নির্মিত ৩৮টি “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্যালারী” উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী। এসময় তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। আপনাদের শিক্ষার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ের প্রতিটি শিশুই আগামী দিন গুলোতে ভবিষ্যতের কর্ণধার হিসেবে গড়ে উঠবে। শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ গড়তে সব শিক্ষার্থীদের প্রত্যেককে খুব ভালোভাবে লেখাপড়া করেতে হবে।