পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম । আজ বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আলহাজ শ ম রেজাউল করিম জানিয়েছেন, পবিত্র হজ পালনকালে দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করেছেন ।
এ সময়ে বিমান বন্দরে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব শহিদউল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মঈনুল ইসলাম, উৎপল কুমার দে সহ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জুলাই ২০১৯ তারিখে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন।
সূত্র: আজকের দর্পন