নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলা হাসপাতালে জন্মের পরে ৫ হাজার টাকায় বিক্রি হওয়া শিশুটিকে বরিশালের আগৈলঝড়া উপজেলার ছোট মনি নিবাসে পাঠানোর নির্দেশ দিয়েছে পিরোজপুরের একটি আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন এ আদেশ দেন।
রোববার দুপুরে নিজেকে সেলিনা (৩৫) পরিচয় দিয়ে একা এসে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন এক নারী। হাসপাতালের ভর্তি রেজিস্টারে উল্লেখ করেন তিনি পার্শবর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড় জামুয়া গ্রামের মোশাররফ হোসেন এর স্ত্রী। রোববার বিকেলে স্বাভাবিকভাবে সে একটি কন্যা সন্তান জন্ম দেয়। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন একটি পরিবারের কাছে ৫ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে চলে যান সেলিনা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জানার পর তা পিরোজপুর সদর থানায় অবহিত করেন। এরপর তাকে পুলিশের তত্ত¡াবধানে হাসপাতালে রাখা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার জাকির হোসেন হাওলাদার।