1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুর বাস মালিক সমিতির সদস্য সচিবকে কুপিয়ে জখম : অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

পিরোজপুর বাস মালিক সমিতির সদস্য সচিবকে কুপিয়ে জখম : অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু

  • শেষ হালনাগাদ : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ১৪০৪ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর বাস মালিক সমিতির সদস্য সচিব নিজাম উদ্দিন মোল্লাকে কুপিয়ে জখমের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট ডেকেছে বাস মালিক সমিতির আহবায়ক কমিটি।
পিরোজপুর বাস মালিক সমিতির আহবায়ক রতন চক্রবর্তী জানান, রবিবার রাত সারে দশটায় সমিতির সদস্য সচিব নিজাম উদ্দিন মোল্লা ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়। ওষুধ কিনে সার্জিকেয়ার ক্লিনিকের কাছাকাছি পৌছালে ওঁৎ পেতে থাকা হেলমেট পরা সন্ত্রাসীরা এলোপাতারি কুপিয়ে যখম করে পালিয়ে যায়। এর পর স্থানীয় লোকজন জেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। আহত নিজাম মোল্লা ‘ফারহাদ পরিবহন’ বাসের মালিক ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে।

রতন চক্রবর্তী দাবী করেন, বাস মালিক সমিতির সাবেক কমিটির  কতিপয় কর্মকর্তা ২৪ কোটি টাকার দুর্নীতি ও সেচ্ছাচারিতার কারনে গত ২ অক্টোবর কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠনের করায় প্রতিপক্ষরাই এ ঘটনা ঘটিয়েছে। এর প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আজ সোমবার থেকে আভ্যন্তরিন ও দূরপাল্লার বেসরকারি সকল বাস সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে বাস মালিক সমিতির আহবায়ক কমিটি।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের হয়নি। তবে ওই রাত থেকেই পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালাাচ্ছে।

মশিউর রহমান রাহাত/পিরোজপুর পোষ্ট

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x