পিরোজপুরে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সদস্য সচিব নিজাম উদ্দিন মোল্লার উপর হামলার ( কোপানোর) প্রতিবাদে দুই দিন বাস চলাচল বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে গত কাল (মঙ্গলবার) রাতে নিজাম উদ্দিন মোল্লার স্ত্রী শ্রাবন্তী আক্তার উর্মি পিরোজপুর সদর থানায় বাদী হয়ে মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর মধ্যে ১০ জন নামীয় ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করেছেন।
স্ত্রী শ্রাবন্তী আক্তার উর্মি মামলার এজাহারে একাংশে উল্লেখ করেছেন গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে বাসষ্টান্ড অফিস থেকে নিজাম উদ্দিন মোল্লা বাসায় ফেরার পথে বাসার সামনে সার্জিক্যাল ক্লিনিক এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে।
এর আগে পিরোজপুর বাস ও মিনিবাস মালিকদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ করে দেওয়ায় সন্ত্রাসীরা বাস মালিকদের কাছ থেকে পূর্বের মত পূনরায় প্রতিদিন ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। মালিক সমিতির সদস্যবৃন্দ এ চাঁদা দিতে অপারগতা জানায় এবং পিরোজপুর বাস ও মিনিবাস মালিক সমিতির বর্তমান কমিটির আহবায়ক রতন কুমার চক্রবর্তীকে বিষয়টি জানায়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তার স্বামীকে (নিজাম উদ্দিন মোল্লা) কুপিয়ে আহত করে।
উল্লেখ্য, পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সদস্যদের অধিকাংশের উপস্থিতিতে গত ৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে সমিতির সাবেক সভাপতি মশিউর রহমান মহারাজের ও তার কতিপয় সহযোগীর বিরুদ্ধে সমিতির নামে চাঁদা আদায়সহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়। ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাস মালিক নিজাম উদ্দিন মোল্লা। এর ৯ দিনেই মাথায় নিজাম উদ্দিন মোল্লার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া বাস মালিক সমিতি নিয়ে চাঁদা বন্ধের জের ধরে গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট এলাকায় জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বাবুল হালদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বাদল জানান, মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চালানো অব্যাহত আছে।
মশিউর রহমান রাহাত/পিরোজপুর পোষ্ট