1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের উপর হামলা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন

পিরোজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের উপর হামলা

  • শেষ হালনাগাদ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৩৯২ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল হালদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বাবুল হালদার জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র পিরোজপুর আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে বিকেলে তিনি লোকজন নিয়ে বেকুটিয়া ফেরীঘাটে যান। সন্ধ্যায় মন্ত্রী বেকুটিয়া ফেরী পার হলে মন্ত্রীর সাথে করমর্দন করেন। পরে মন্ত্রী ফেরীঘাট থেকে পিরোজপুর সার্কিট হাউজের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যাওয়ার পরপরই নিজাম ফকিরের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল তার (বাবুল হালদার) উপর হামলা করে। সন্ত্রাসীরা তাকে বেধরক কিলঘুষি দেয় এবং তার গায়ের পাঞ্জাবী ছিড়ে ফিলে। এসময় তার সাথে থাকা লোকজনসহ মন্ত্রীর সমর্থকরা তাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মন্ডল জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী বাবুল হালদারের উপর হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শারদীয় দূর্গা পূজার আগমুহূর্তে বাবুল হালদারের উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানাই। আমরা নেতৃবৃন্দ বসে হামলার প্রতিবাদে দ্রুত পদক্ষেপ নিবো।
পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, মন্ত্রী ফেরীঘাট থেকে চলে আসার পরে সেখানে কিছুটা হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x