নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচির আয়োজন করে একটি সামাজিক সংগঠন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ।
এ সময় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন,একটি শিশু যখন একটি গাছ রোপন করবে তখন তার সাথে সাথে গাছটিও বড় হতে থাকবে। তাই একটি গাছ একটি ভবিষ্যৎ । এবং পরিবেশের জন্য খুবই প্রয়োজনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলের প্রতিবছর গাছের চারা লাগানো দরকার।আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) আহমেদ মাঈনুল হাসান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম প্রমূখ। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।