নিজস্ব প্রতিনিধি : কিশোর গ্যাং রোধে ও গ্যাং লিডার রোধে পিরোজপুর জেলা পুলিশ এক অভিনব শুদ্ধি অভিযান শুরু করেছে । সোমবার রাত ৮ থেকে ১১ টা জেলা জুড়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ।
শহরের বিভিন্ন স্থানে রাতে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা রেখে বাহিরে আড্ডা দেয় সেখান থেকে যেন কোন অপরাধ সংগঠিত হতে না পারে এর জন্যই এ অভিযান বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান । একইসাথে পিরোজপুর জেলার সকল থানায় কিশোর গ্যাং লিডার সৃষ্টি হতে না পারে সেই লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়। এসময় জেলা পুলিশ স্কুল ও কলেজ পড়ুয়া ৯২ জনকে আটক করে । এর মধ্যে পিরোজপুরর সদর উপজেলা হতে ৩০ জন, নাজিরপুর উপজেলা থেকে ২২ জন, ভান্ডারিয়া উপজেলা হতে ১৭ জন, মঠবাড়ীয়া উপজেলা থেকে ৮ জন, ইন্দুরকানী উপজেলা হতে ১ জন, কাউখালী উপজেলা হতে ৪ জন এবং নেছারাবাদ উপজেলা হতে ১০ জন, মোট ৯২ জনকে আটক করে।
পরে শিক্ষার্থীদের অভিভাবকদের মুচলেকা ও অঙ্গিকারের নামার মাধ্যমে রাতেই থানা থেকে ছেড়ে দেয়া হয়।