নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে গাড়ীর চালক ও জনসাধারণের মাঝে এ আইনের বিষয়ে প্রচারণামূলক লিফলেট বিতরণ করে জেলা পুলিশ। বুধবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত্বরে এ প্রচারণা শুরু করেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, নতুন আইনের উদ্দেশ্য কাউকে শাস্তি পদধান নয়, সকলে আইন মেনে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে এবং সবাইকে সচেতন করতে পুলিশ বাহিনী জেলায় মাইকিং, লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাইনুল হাসান, সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল সহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।