পিরোজপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে শহরের বঙ্গবন্ধুর চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এর পরে,স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান তালুকদার,সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদারসহ, সাদউল্লাহ লিটন,শহিদুল ইসলাম শহিদ, জিয়াউল আহসান জিয়া, রাসেল পারভেজ রাজা ও শেখ হাসান মামুন প্রমুখ।