নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দ-ের আদেশ দিয়েছেন পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আঃ মান্নান আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। দ-প্রাপ্ত আসামী মোঃ রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের ছেলে। সে একজন খালকাটা শ্রমিক ছিল ।
মামলার নথিসূত্রে জানাযায়, সাতক্ষীরা জেলার তালা থানার সুবাসিনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে আসমা বেগমের সাথে খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের পুত্র রেজাউল এর সাথে (উভয়ের দ্বিতীয়) বিয়ে হয়। বিয়ের পর পিরোজপুর শহরের মাছিমপুরের ভাড়াটিয়া বাসায় স্ত্রী আসমাকে নিয়ে রেজাউল বসববাস করত। পারিবারিক কলহের জের ধরে গত ২২অক্টোবর/২০১৬ইং তারিখ রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আসমাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন ভোর বেলায় স্থানীয়রা তাদের ডাকাডাকি করলে কোন সাড়া-শব্দ না পেয়ে পিছনের জানালা দিয়ে তাকিয়ে গৃহিনী আসমার রক্তাক্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে স্বামী রেজাউলের বিরুদ্ধে (জি.আর-৩০৩/১৬,সেসন-৩১৭/১৭) মামলা করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. খান মোঃ আলাউদ্দিন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামী পক্ষে এ্যাড. ফজলুল হক মামলা পরিচালনা করেন।