পিরোজপুর পোষ্ট ডেক্স : পিরোজপুরে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মিডিয়া এডভোকেসি সংস্থা ‘টিম এ্যাসোসিয়েটস্’, পরিবার পরিকল্পনা বিষয়ক বেসরকারী সংস্থা ‘মেরী ষ্টোপস্’ এবং ‘সুশীলন’ এর প্রতিনিধিবৃন্দ। বুধবার দুপুরে শহরের ক্যাফে আল মদিনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টিম এ্যাসোসিয়েটস্’র প্রধান নির্বাহী কর্মকর্তা পুলক রাহা, মেরী ষ্টোপস্ বাংলাদেশ এর এডভোকেসি অফিসার তনুশ্রী মানজি, টিম এ্যাসোসিয়েটস্’র প্রোগ্রাম কো-অডিনেটর মিনহাজুল আবেদীন এবং সুশীলন’র প্রোগ্রাম অফিসার মোজাহিদুল ইসলাম।
সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি এম. এ. রাব্বানী ফিরোজ, দৈনিক যুগান্তর ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি এস. এম. পারভেজ, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা শফিউল হক মিঠু, ডেইলী ইনডেপেনডেন্ট এর জেলা প্রতিনিধি এস. এম. রেজাউল ইসলাম শামীম, দৈনিক সমকাল ও চ্যানেল আই জেলা প্রতিনিধি এবং দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি জহিরুল হক টিটু, দৈনিক পিরোজপুর কথা’র নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, দৈনিক কালের কন্ঠ ও একুশে টিভির জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ এবং সাপ্তাহিক পিরোজপুরের খবর পত্রিকার নির্বাহী সম্পাদক ওয়াহিদ হাসান বাবু ।
‘টিম এ্যাসোসিয়েটস্, মেরী ষ্টোপস্ এবং সুশীলন’ এর প্রতিনিধিরা জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ও পত্তাসী ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য কমপেক্স এর কার্যক্রম পরিদর্শন করেন।