পিরোজপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে নতুন পোশাক ও অন্যান্য উপহার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোশাক ও উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের প্রভেশনাল অফিসার জাকির হোসেন, রেজিঃ অফিসার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম।