নিজস্ব প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পিরোজেপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার উদ্যোগে একটি আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের জেলা পরিষদ প্রঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে শেষ হয়। পরে সেখানে কেক কেটে জন্মদিন পালন করেন নেতা কর্মীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্র পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক খালিদ আবু, সাংবাদিক এ কে আজাদ প্রমুখ। এছাড়া দুপুরে রক্তদান কর্মসূচি ও বিকেলে প্রীতি হাডুডু খেলার আয়োজন করা হয়েছে।