নিজস্ব প্রতিনিধি : ‘আমার সঞ্চয় আমার ভবিষ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুেে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় এবং পূবালী ব্যাংকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
বরিশাল অঞ্চল পূবালী ব্যাংকের উপ মহাব্যাবস্থাপক মোঃ মনজুরুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক বরিশালের উপ মহাব্যাস্থাপক স্বপন কুমার বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার সুনীল চন্দ্র সেন, ব্যাংক কর্মকর্তা অরুন কুমার কুন্ডু, বিভাষ চন্দ্র হাওলাদার, মোঃ ফজলুল হক ও স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সাগর ভক্ত। এসময় বরিশাল ও পিরোজপুর জেলার ১১টি বিভিন্ন সরকারি তফশিলী ব্যাংকের আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা, কর্মচারি, সাংবাদিক ও জেলার ১৩টি মাধ্যমিক পর্যায়ের ১শ’ ৩০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। পরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।