পিরোজপুর পোষ্ট ডেস্ক ঃ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে পিরোজপুর জেলা যুবদল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে পিরোজপুর জেলা যুবদল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী, সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খান, সহ-সভাপতি আবুল কালাম আকন, লিয়াকত আলী শেখ বাদশা, আব্দুস সালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহি, সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. ছরোয়ার হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাসানুল কবির লীন, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন খান।
এছাড়া, জেলা মৎসজীবি দলের সভাপতি নজিবুল হক, জেলা যুবদলের সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাফিকুল ইসলাম সাফি, সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ রশিদ, কামরুজ্জামান তুষার, রিয়াজ সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান জাকির, দপ্তর সম্পাদক ইকবাল আহম্মেদ সবুজ, জেলা ছাত্রদেলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার ছাড়াও জেলা বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।