1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে মুসলিম পরিচয়ে স্কুল ছাত্রীকে বিয়ে | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন

পিরোজপুরে মুসলিম পরিচয়ে স্কুল ছাত্রীকে বিয়ে

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৬৬ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর প্রতিনিধিঃ
প্রেমের ফাঁদে ফেলে পিরোজপুরে এক ব্যাংক কর্মকর্তা মুসলিম পরিচয় দিয়ে বিয়ে করলেন দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার ইয়াছিনের পুল থেকে প্রতারক ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় (২৭) কে আটক করেছে পুলিশ। আটককৃত প্রতারক বাদল হুলারহাট এলাকার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার হিসাবে কর্মরত এবং জেলার সদর উপজেলার পাড়েরহাট এলাকার বাদুরা গ্রামের শিতাংশু কুমার রায়ের ছেলে।
আটক অভিযানে থাকা থানা পুলিশের এসআই আরিফুর রহমান জানান, ওই প্রতারক যুবককে স্থানীয়রা আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগী স্কুল ছাত্রী উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, গত ১ বছর আগে রূপালী ব্যাংকে কর্মরত হিন্দু ওই যুবক নিজেকে মুসলিম পরিচয়ে বাদল শেখ নামে প্রেম করে এবং গত তিনদিন আগে আমাকে বিয়ে করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ব্যাংক কর্মকর্তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, আটককৃত ব্যাংক কর্মকর্তা বাদল কুমার রায় থানা হাজতে রয়েছে। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা দিলে মামলা নেয়া হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x