নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের স্বরূপকাঠিতে সাগর মিত্র (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে পিরোজপুর’র অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক কারাদয়ের এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানাগেছে, গত ২০১৩ সালের ৩০ মে ডিবি পুলিশের একটি দল জেলার নেছারাবাদ উপজেলার আটঘর গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সাগর মিত্রকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের এস.আই তাজউদ্দিন মানিক বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ সাগর মিত্র ও সুশীল বেপারীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। রোববার (আজ) বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অপরদিকে, আভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামী সুশীল বেপারীকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন।
কারাদন্ড প্রাপ্ত সাগর মিত্র পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার সদর উপজেলার খেজুরা গ্রামের কেশব মিত্রের ছেলে।