1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:০১ অপরাহ্ন

পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৭১৩ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও পিকেএসএফ এর সহযোগীতায় জেলা স্টেডিয়াম থেকে এ মাদক ও যৌন হয়রানী রোধে সচেতনতামূলক এ সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল সহ রিকের কর্মকর্তা বৃন্দ। পরে প্রধান অতিথি সাইকলে র‌্যালীতে অংশ গ্রহণ করে নিজে সাইকেল চালিয়ে শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভাস্থলে যোগদান করেন।
সভায় রিকের সহকারী জোনাল ম্যানেজার মো: মোয়াজ্জেম হোসেনের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল। সভায় স্বাগত ক্তব্য রাখেন রিকের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির পিরোজপুরের প্রোগ্রাম অফিসার আ ফ ম রেজাউল করিম। সভা উপস্থাপনা করেন রিকের যৌন হয়রানী প্রতিরোধ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মিশু রহমান।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x