নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষ্যে বুধবার সকালে মাদকবিরোধী একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বের হওয়া র্যালীটি স্থানীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোঃ এনায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ফারুক আলম । এ সময় আরো উপস্তিত ছিলেন পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক কাজী জাহাঙ্গীর আলমসহ পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ।
এসময় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বন্ধের জন্য সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান ।