নিজস্ব প্রতিনিধি : সারাদেশের মত দিন যতই যাচ্ছে পিরোজপুরে ততই বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের ঝাঁঝ। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পেঁয়াজের দাম। অতিরিক্ত দামের কারণে পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনতে না পারায়, স্থানীয় বাজারেও মিলছে না পেঁয়াজ। মাত্র দুই দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৭০-৮০ টাকা। আজ পিরোজপুরের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২২০-২৪০ টাকা দরে। তবে এ দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুই দিন আগেও স্থানীয় বাজারে ১৪০-১৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছিল। কয়েক সপ্তাহ আগেও পিরোজপুরে ৪০-৫০ টাকা দরে বিক্রি হয়েছে প্রতি কেজি পেঁয়াজ। কিন্তু সময়ের এ ব্যবধানে পেঁয়াজের দাম ৫ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।