নিজস্ব প্রতিনিধি:পিরোজপুরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থ মানুষকে আর্থিক সহায়তা দিয়েছে পিরোজপুর জেলা পরিষদ।গতকাল বুধবার জেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্থ লোকজনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম সুমন, মো. নাসির উদ্দিন হাওলাদারসহ জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ জানান, পিরোজপুরে বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্থদের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে নিহত পরিবারকে ২০ হাজার টাকা এবং ঘরবাড়ি বিধ্বস্ত ১০০ পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকারের অংশ হলেও জেলা পরিষদের বরাদ্ধ খুবই কম দেয়া হয়। এছাড়া প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য জেলা পরিষদকে আলাদা কোন বরাদ্ধ দেয়া হয় না। এসব বরাদ্ধ দেয়া হয় জেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদকে। মানবিক কারণে তাই জেলা পরিষদের নিজস্ব আয় থেকে সামর্থ অনুযায়ী ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হচ্ছে।