“বর্জ্যকে সম্পদে পরিণত করতে, অত্যাধুণিক প্রযুক্তির ব্যবহার”-প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস-২০১৯। সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ পিরোজপুর এর আয়োজনে একটি বণার্ঢ্য র্যালী সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এসময় বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, গতপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিক, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাছিম আলী প্রমুখ।